• Satbaria Shah Amanat (R:) Dakhil Madrasha - Slide
  • Satbaria Shah Amanat (R:) Dakhil Madrasha - Slide
  • Satbaria Shah Amanat (R:) Dakhil Madrasha - Slide

সাতবাড়ীয়া শাহ্ আমানত(রঃ) দাখিল মাদরাসা সম্পর্কে কিছু কথা


চট্টগ্রাম জেলার চন্দনাইশ উপজেলাধীন  সাতবাড়ীয়া ইউনিয়নের ০৭ নং ওয়ার্ড এর জনসাধারনের প্রবল উৎসাহে দ্বীনি শিক্ষা উন্নয়নের জন্য মনোরম পরিবেশে অত্র মাদ্রাসাটি ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত হয়। মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন ঢাকাস্থ আজিমপুর ছোট দায়রা শরীফের ৬ষ্ঠ গদ্দীনশীন  পীর সাহেব নবী বংশের উজ্জল নক্ষত্র গাউছে পাক (রঃ) এর বংশধর হয়রত শাহ সুফি  সৈয়দ দায়েম উল্লাহ (রঃ)। দক্ষ পরিচালনা কমিটি সহ, মাদ্রাসা প্রধান ও শিক্ষক শিক্ষিকার আন্তরিকতার সহিত  যুগোপযোগী শিক্ষা কার্যক্রম, শ্রেণি কক্ষে পাঠদানের মাধ্যমে শিক্ষা ও সহশিক্ষা গুনগত ও মানসম্মত ফলাফল অর্জন, উপজেলা শিক্ষা সপ্তাহ এর শ্রেষ্ঠ প্রতিষ্ঠান ,শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান ,শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ,শ্রেষ্ঠ স্কাউট ,শ্রেষ্ঠ শিক্ষার্থী  নির্বাচিত হওয়া সহ সরকারী বেসরকারী পর্যায়ে সুনামের সহিত মাদ্রাসাটি পরিচালিত হয়ে আসছে। মাদ্রাসার বর্তমান ভূমির পরিমান ১.১০৫ একর, তৎমধ্যে অখন্ড ভূমির পরিমান ০.৭৭৫০একর এবং খন্ড ভূমির পরিমান ০.৩৩০০একর।উল্লেখ্য যে, উক্ত ০.৭৭৫০ একর অখন্ড ভুমিতে মাদ্রাসাটি প্রতিষ্ঠিত। মাদ্রাসা চত্বরে একটি টিনসেট এবাদাত খানা ,পাকা , আধা পাকা ও টিনসেট সহ মোট ৫টি ভবন রয়েছে। 

 

af