• Satbaria Shah Amanat (R:) Dakhil Madrasha - Slide
  • Satbaria Shah Amanat (R:) Dakhil Madrasha - Slide
  • Satbaria Shah Amanat (R:) Dakhil Madrasha - Slide
Mowlana Mohamudul Hoque, Supar

মাওলানা মোহাম্মুদুল হক

সুপার, সাতবাড়ীয়া শাহ্ আমানত (রঃ) দাখিল মাদরাসা

প্রতিষ্ঠান প্রধানের পরিচিতি

পরিচিতিঃ  চন্দনাইশ উপজেলার অন্তর্গত সাতবাড়ীয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী  পরিবার পলিয়াপাড়া নিবাসী মরহুম আলহাজ্ব মফজল আহমদ সওদাগর ও আলহাজ্ব আফিয়া খাতুন পরিবারের তৃতীয় নম্বর রত্ন, বিশিষ্ট সমাজসেবক জনাব  মোহাম্মুদুল হক, সুপার সাতবাড়ীয়া শাহ আমানত (রঃ) দাখিল মাদ্রাসা, চন্দনাইশ, চট্টগ্রাম এর সুষ্ঠ পরিচালনায় এ যাবত অত্র মাদ্রাসা উপজেলা পর্যায়ে তিনবার শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। তিনি উপজেলা পর্যায়ে দুই বার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হয়ে মাদ্রাসা ও অত্র ইউনিয়নকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উজ্জ্বল করেছেন। তাঁর জন্ম  ১ জুলাই ১৯৭০ ইংরেজি।


শিক্ষা জীবনঃ চন্দনাইশ উপজেলার অর্ন্তগত বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ গ্রামে অবস্থিত জাফরাবাদ ফাজিল (ডিগ্রী) মাদ্রাসা থেকে ইবতেদায়ী ১ম শ্রেণি থেকে ফাজিল (ডিগ্রী) পর্যন্ত এবং চট্টগ্রাম জেলার অন্তর্গত রাঙ্গুনীয়া আলমশাহ পাড়া কামিল মাদ্রাসা হতে কৃতিত্বের  সহিত কামিল ডিগ্রী অর্জন করেন।


অত্র মাদ্রাসায় কর্ম জীবন: ১৬ই অক্টোবর ১৯৯১ইং সাতবাড়ীয়া শাহ আমানত (রঃ) দাখিল মাদ্রাসার সুপার হিসাবে দায়িত্ব  গ্রহণ করে অদ্যবদি অত্যান্ত  সুনামের সাথে কর্মরত আছেন।


পেশাগত জীবন: বাংলাদেশ সরকারের নিদের্শনা অনুযায়ী প্রশাসনিক ও বিভিন্ন  শিক্ষা বিষয়ে কৃতিত্বের সহিত প্রশিক্ষণ গ্রহন করে সনদ লাভ করেছেন। সাথে সাথে স্থানীয় ভাবে চন্দনাইশ উপজেলায় ও গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় এমপি মহোদয় ও উপজেলা  চেয়ারম্যান এর হাত থেকে বিভিন্ন সময় সষ্মাননা স্মারক গ্রহণ করেন।


সাংসারিক জীবন: বর্তমানে স্ত্রী ,এক পুত্র, ও চার কন্যা সন্তান রয়েছে।